কলম্বোতে অনুষ্ঠেয় ২০২৩ আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের রাউন্ড রবিন লীগের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বালক দল লেবাননের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের জাওয়াদ ভূইয়া ৬-৭, ০-৬ গেমে লেবাননের তারেক ইল ছাব্বির নিকট পরাজিত হলে বাংলাদেশ ০-১ ম্যাচে লেবাননের বিরুদ্ধে পিছিয়ে থাকে। দ্বিতীয় এককের খেলায় বাংলাদেশের তানভির মুন তুষার প্রথম সেটে হেরে গিয়েও পরবর্তীতে ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে জয় লাভ করে। ফলে বাংলাদেশ ১-১ ম্যাচে লেবাননের বিরুদ্ধে সমতায় ফিরে আসে।   

বাংলাদেশ বালিকা দল সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। বালিকা বিভাগের প্রথম এককে বাংলাদেশের সুমাইয়া আক্তার ২-৬, ৪-৬ গেমে সিঙ্গাপুরের জয় শানিয়ার নিকট এবং দ্বিতীয় এককে হুমায়রা হায়দার জারা ২-৬, ৩-৬ গেমে সিঙ্গাপুরের সোছি আসলে ছুয়ার নিকট এবং দ্বৈতের খেলায় বাংলাদেশে সুমাইয়া-জারা জুটি ২-৬, ৩-৬ গেমে সিঙ্গাপুরের ভিক্টোরিয়া-ছুয়া জুটির নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে সিঙ্গাপুরের নিকট পরাজিত হয়। 

দ্বৈতের খেলায় বাংলাদেশ জাওয়াদ ও তুষার জুটি ৬-৭, ৭-৫, ১০-৫ গেমে জয় লাভ করে। ফলে বাংলাদেশ লেবানের বিরুদ্ধে ২-১ ম্যাচে জয় নিশ্চিত করে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল সমূহের মধ্যে বালক বিভাগে সিঙ্গাপুর, ইয়েমেন ও মালয়েশিয়া গ্রুপ-‘এ’ তে, শ্রীলংকা, মঙ্গোলিয়া ও নেপাল গ্রুপ-‘বি’ তে, বাংলাদেশ, লেবানন, প্যাসিফিক ওশানিয়া, কিরগিজস্তান গ্রুপ-‘সি’ তে এবং তুর্কমেনিস্তান, ম্যাকাও, কম্বোডিয়া ও সৌদি আরব গ্রুপ-‘ডি’ তে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে বালিকা বিভাগে সিঙ্গাপুর, বাংলাদেশ, প্যাসিফিক ওশানিয়া ও মালয়েশিয়া গ্রুপ-‘এ’ তে এবং কিরঘিজস্তান, ইন্দোনেশিয়া, ম্যাকাও ও তুর্কমেনিস্তান গ্রপ-‘বি’ তে প্রতিদ্বন্দ্বিতা করছে।
  
আগামীকাল বাংলাদেশ বালক দল প্যাসিফিক ওশানিয়র বিরুদ্ধে এবং বালিকা দল মালয়েশিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

এজেড/এনইআর