ফাইনালে যেতে পারলেন না বাংলাদেশের কাব্য
বাংলাদেশের টেনিসে উদীয়মান তারকা কাব্য গায়েন। বিকেএসপির এই শিক্ষার্থী দেশে জুনিয়র পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। এবার আন্তর্জাতিক অঙ্গনেও নিজের জাত চিনিয়েছেন। আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপে বালক একক ইভেন্টে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র কাব্যই সেমিফাইনালে খেলেছেন।
আজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের কাব্য গায়েনের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুরের পাক নিকোলাস মিং। ২-৬, ২-৬ গেমে কাব্য সিঙ্গাপুরের খেলোয়াড়ের কাছে হেরে ফাইনাল খেলতে পারেননি। আগামীকাল সকল ইভেন্টের ফাইনাল এবং স্থান নির্ধারনী খেলা।
বিজ্ঞাপন
বাংলাদেশ দ্বৈত বিভাগে ভালো ফলাফল করতে পারেনি। এই টুর্নামেন্টে মিশ্র খেলা হয়নি। একক বিভাগে একমাত্র কাব্যই তুলনামূলক ভালো ফলাফল করেছেন।
এজেড/এইচজেএস
বিজ্ঞাপন