ইউএস ওপেনে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন নোভাক জোকোভিচ। শেষ ষোলোতে জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্ট্রুফকে সরাসরি সেটে জয়ের মাধ্যমে রীতিমতো উড়িয়ে দিয়েছেন তিনি। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালের ম্যাচে স্ট্রুফের বিপক্ষে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে জিতেছেন দ্য জোকার। সার্বিয়ান এই মহাতারকা দুর্দান্ত এই জয়ের পথে ভেঙেছেন একাধিক রেকর্ড।

আজকের জয়ের মাধ্যমে ৩৮ বছর বয়সী জোকোভিচই এখন এক মৌসুমে চারটি গ্র্যান্ড স্লামের শেষ আটে ওঠা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। জোকোভিচ এখানে মূলত নিজের রেকর্ডই ভেঙেছেন। বয়স ৩৪ বছর হওয়ার পর এটি আর কেউ করতে পারেননি। অথচ জোকোভিচ এই কীর্তি দেখালেন তৃতীয়বারের মতো।

এছাড়া অন্য একটি রেকর্ডে জোকোভিচ পেছনে ফেলেছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে। ফেদেরার তার উজ্জ্বল ক্যারিয়ারে আটবার বছরের চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিতে শেষ আটে উঠেছিলেন। এবার নোভাক জোকোভিচ সেই রেকর্ড ছাড়িয়ে নবমবারের মতো বছরে চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে নতুন ইতিহাস গড়লেন।

এর পাশাপাশি এই ম্যাচ জিতে জোকোভিচ তার ক্যারিয়ারের ৬৪তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন। গ্র্যান্ড স্লামে সবচেয়ে কোয়ার্টার ফাইনাল খেলার পুরোনো রেকর্ডটিকে আরও একটু সমৃদ্ধ করলেন তিনি। এই তালিকায় ২ নম্বরে থাকা ফেদেরার কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন ৫৮ বার।

আজ ১০৯ মিনিটের ম্যাচে ছয়বার স্ট্রুফের সার্ভ ব্রেক করেছেন জোকোভিচ। এই পরিসংখ্যানই বলছে ম্যাচে জোকোভিচ কতটা দাপুটে ছিলেন। ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘আমি জানি না আর কতবার সুযোগ পাব। তাই প্রতিটিই লড়াই আমার জন্য বিশেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এখানে থাকার জন্য।’

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৪৪ নম্বরে থাকা স্ট্রুফ এবারই প্রথম ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। তবে শেষ আটে ওঠার লড়াইয়ে জোকোভিচের বিপক্ষে খুব একটা চাপ সৃষ্টি করতে পারেননি তিনি। থামতে হলো শেষ ষোলোতেই। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ।

এএল