বিশ্বজুড়ে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা যখন তুঙ্গে, তখন শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে গর্জে উঠেছে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)–র সম্মেলনে মুখোমুখি হন ৪৩টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী। তাদের মাঝে সবচেয়ে উচ্চকণ্ঠে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি ‘শান্তির পথে সবচেয়ে বড় বাধা’ বলে আখ্যা দিয়েছেন।