ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক!
রাজধানীর মিটফোর্ডে পাথর দিয়ে মাথা থেঁতলে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনার পর সারাদেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের একের পর এক নেতার পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। শনিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত ৩০ জনের বেশি নেতা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। অনেকেই পদত্যাগের ঘোষণার সঙ্গে তারা কোন কমিটির কী দায়িত্বে ছিলেন সেই প্রমাণও দিচ্ছেন ফেসবুকে।
বিজ্ঞাপন