কুমিল্লা নগরীর ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরার অভিযান পরিচালনাকালে পুলিশের ওপর হামলা করেছেন মাদক ব্যবসায়ীরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয়। এতে আহত হন অন্তত ৩ পুলিশ সদস্য। এ ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।