ঢাকার যাত্রাবাড়ীর আকাশ সেদিন কিছুটা মেঘলা ছিল কি না, তা এখন আর কারো মনে নেই। তবে গত ৭ নভেম্বর বিকেলে ফারুক গাজী ও তার স্ত্রী লিপির জীবনে যে অন্ধকার নেমে আসে, তা কোনো অমাবস্যার চেয়ে কম নয়। শ্রমজীবী এই দম্পতি তাদের সন্তানদের নিয়ে একটু ভালো থাকার আশায় ছয় মাস আগে মৃধাপাড়ার মোল্লাবাড়ি এলাকায় একটি দোতলা ভবনে বাসা ভাড়া নিয়েছিলেন। বাবা লোহার কারখানার শ্রমিক, মা বাসার সামনে পিঠা বিক্রি করেন- স্বপ্ন ছিল সন্তানদের মানুষের মতো মানুষ করবেন।