বাজারে ঝড় তুলবে টিভিএস, আসছে নতুন অ্যাপাচি আরটিএক্স ৩০০

টিভিএস মোটর কোম্পানির প্রথম অ্যাডভেঞ্চার বাইক, অ্যাপাচি আরটিএক্স খুব শিগগিরই বাজারে আসতে চলেছে। যদিও কোম্পানি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তার আগেই বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।
জানুয়ারি মাসে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে প্রথমবারের মতো বাইকটি প্রদর্শন করা হয়েছিলো। এছাড়া, কোম্পানিটি অ্যাপাচি আরটিএক্স ৩০০-এর ডিজাইন পেটেন্টও জমা দিয়েছে।
বর্তমানে ভারতীয় অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে বাইকগুলোর মধ্যে রয়েছে হিমালয়ান, ভি-স্ট্রোম এসএক্স, এবং হিরো এক্সপালস রয়েছে, এই বাইকগুলোকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চ্যালেঞ্জ জানাবে টিভিএস-এর নতুন মডেলটি।
ডিজাইন এবং হার্ডওয়্যারের বিবরণ
অ্যাপাচি আরটিএক্স ৩০০ বাইকটি দেখতে কিছুটা ডুকাটি বা ট্রায়াম্ফ এর অ্যাডভেঞ্চার বাইকের মতো। এর সামনে পাখির ঠোঁটের মতো মাডগার্ড, উইন্ডস্ক্রিন এবং স্প্লিট হেডল্যাম্প সেটআপ রয়েছে, যা আসল ট্যুরিং বাইকগুলোর মতো।
এই বাইকটি বিভিন্ন এক্সেসরিজে সজ্জিত ছিল, যেমন ক্র্যাশ গার্ড, নাকল গার্ড, টপ বক্স, সাইড প্যানিয়া এবং আন্ডারবেলি প্যান।
বাইকের সামনে ১৯ ইঞ্চি এবং পিছনে ১৭ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে, যা টিউবলেস টায়ার দিয়ে মোড়ানো। সামনের দিকে আপসাইড ডাউন ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। দুই চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) সুবিধাও রয়েছে।
ইঞ্জিন এবং ফিচারস
অ্যাপাচি আরটিএক্স ৩০০ একটি নতুন ৩০০ সিসির বাইকটিতে রয়েছে লিকুইড কুলড ইঞ্জিন, যা ৩৪ হর্সপাওয়ার এবং ২৮.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনে রয়েছে রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি এবং ছয় গতির গিয়ারবক্স।
বাইকটির ফিচারের মধ্যে রয়েছে ফুল এলইডি লাইটিং, এলইডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এবিএস মোড, ট্র্যাকশন কন্ট্রোল, এবং ক্রুজ কন্ট্রোল।
অ্যাপাচি আরটিএক্স ৩০০ দাম
অ্যাপাচি আরটিএক্স ৩০০ বাইকটির দাম আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ২ লাখ ৬০ হাজার টাকা (এক্স-শোরুম) হতে পারে। এটি চলতি বছর মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে।
এমবি