হিরো, হোন্ডা নাকি টিভিএস— দেড় লাখের মধ্যে কোন বাইক সেরা

বাংলাদেশে ১২৫ সিসি বাইকের চাহিদা অনেক বেশি। বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত মাইলেজ, ভালো ফিচার্স আর স্টাইলিশ লুক চান।
আপনি যদি বাজেট ফ্রেন্ডলির মধ্যে দুরন্ত মাইলেজ, সেরা ফিচার্সসহ বাইক কিনতে চান, তাহলে আপনার জন্য হিরো, হোন্ডা ও টিভিএসের আলাদা আলাদা তিনটি সেরা বাইক রয়েছে।
চলুন জেনে নেওয়া যাক সেই বাইকগুলো সম্পর্কে-
হোন্ডা এসপি ১২৫
হোন্ডার এই বাইকটি আদতে একটি ৪ স্ট্রোকের এসআই ইঞ্জিনের বাইক যা ১০.৬৫ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। ১০.৯ এনএম টর্ক উৎপন্ন করে। এই হোন্ডা বাইকটি এক লিটার পেট্রোলে/অকটেনে ৬৩ কিমি পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হয়। হোন্ডা এসপি ১২৫ বাইকের দাম ১ লাখ ৬৫ হাজার টাকা।
টিভিএস রাইডার ১২৫
টিভিএস রাইডার আরও একটি শক্তিশালী বাইক। মোট ছয়টি ভ্যারিয়ান্টে পাওয়া যায় এই বাইক। এতে একটি এয়ার ও অয়েল কুলড সিঙ্গল সিলিন্ডার এস আই ইঞ্জিন রয়েছে যা ১২.৭ কিলোওয়াট শক্তি এবং ১১.৫ এনএম টর্ক উৎপন্ন করে। কোম্পানিটি দাবি, এক লিটার তেলে এই বাইক অনায়াসে আপনি ৭০ কিমি রাস্তা পাড়ি দিতে পারে। বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ৭০হাজার টাকা।
হিরো এক্সট্রিম ১২৫ আর
হিরোর বাইকও এই তালিকা থেকে বাদ যায়নি। স্টাইলিশ লুক আর দুরন্ত মাইলেজের সমন্বয়ে এই বাইকে এয়ার কুলড ৪ স্ট্রোকের ইঞ্জিন লাগানো রয়েছে। এর ইঞ্জিন রয়েছে ১১.৪ কিলোওয়াট শক্তি এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক লিটারে ৬৫ কিমি পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। হিরো এক্সট্রিম ১২৫ আর বাইকটির মূল্য ১ লাখ ৭১ হাজার টাকা।
এমবি/এনএইচ