বাজাজ পালসারের সেরা তিন মোটরসাইকেল

বর্তমান সময়ে বাজাজ পালসার তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় একটি মোটরসাইকেল কোম্পানি। কারণ এর স্টাইল, শক্তি, পারফরম্যান্সের এবং মূল্যের ভারসাম্যের কারণে পালসার তরুণদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এই বাইকের অ্যাগ্রেসিভ ডিজাইন ও মসকুলার লুক তরুণদের আকর্ষণ করে।
শক্তিশালী ইঞ্জিন ও দ্রুত গতির ক্ষমতা তরুণ রাইডারদের দারুণভাবে উৎসাহিত করে, বিশেষ করে যারা রাইডিংয়ে অ্যাডভেঞ্চার ও স্পোর্টস ফিল খোঁজেন। বাইকের কনট্রোলিং ও ব্রেকিং সিস্টেম উন্নত হওয়ায় এটি চালাতে নিরাপদ এবং আরামদায়ক। তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় ছাত্র এবং তরুণ পেশাজীবীদের পক্ষে কেনা সহজ হয়। বাজাজ মোটরসাইকেল তার মান, ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের জন্য বাংলাদেশের বাইক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
আরও পড়ুন
চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে পালসারের সেরা ৩টি মোটরসাইকেল সম্পর্কে-
Pulsar 150 : বাজাজ পালসার ১৫০ বাংলাদেশের বাইকারদের মধ্যে একটি জনপ্রিয় মডেল। মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ১৪৯ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৮,০০০ আরপিএম-এ ১৩.৮ হর্সপাওয়ার শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১৩.৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটি প্রতি লিটারে ৪৫-৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ২ লাখ টাকা।
Pulsar NS160 : বাজাজ পালসার এন১৬০- একটি স্টাইলিশ এবং পারফরম্যান্স-ভিত্তিক বাইক। মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ১৬৪.৮২ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৮,৭৫০ আরপিএম-এ ১৫.৭ হর্সপাওয়ার শক্তি এবং ৬,৭৫০ আরপিএম-এ ১৪.৬৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। প্রতি লিটারে ৪০-৪৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকা।
Pulsar N250 : বাজাজ পালসার এনএস ২৫০- একটি আধুনিক ডিজাইনের স্পোর্টস বাইক। মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ২৫০ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৮,৭৫০ আরপিএম-এ ২৪.২ হর্সপাওয়ার শক্তি এবং ৬,৫০০ আরপিএম-এ ২১.৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চ গতির জন্য বাইকটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটি প্রতি লিটারে ৩৫-৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
এমবি/এমআইকে