নতুন কালার, গ্রাফিক্সে আসছে টিভিএসের স্পোর্ট বাইক

টিভিএস মোটরসাইকেল মাইলেজের জন্য বেশ জনপ্রিয়। এই কোম্পানির বাইকগুলো মূলত বেশি মাইলেজ দিয়ে থাকে। এছাড়া কোম্পানিটি বাইকগুলোর ইঞ্জিন প্রযুক্তি উন্নত করে এমনভাবে ডিজাইন করেছে, যা উন্নত মাইলেজ প্রদান করে থাকে।
এই সাশ্রয়ী মাইলেজ বাইকারদের দৈনন্দিন যাত্রার খরচ কমাতে সহায়ক। এর ফলে, কম ফুয়েল খরচে দীর্ঘদিন ধরে চলতে পারা সহজ হয়, যা গ্রাহকদের আকর্ষণ করে।
টিভিএস মোটর সম্প্রতি একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করেছে, শিগগিরই তাদের জনপ্রিয় কমিউটার বাইক TVS Sport এর নতুন কালার অপশন আসতে চলেছে।
শুধু কালার নয়, এর সাথে থাকবে নতুন আকর্ষণীয় গ্রাফিক ডিজাইনও। অনুমান করা যাচ্ছে, এই কসমেটিক আপডেটের সঙ্গে বাইকটির দামও কিছুটা বাড়ানো হতে পারে।
চলুন জেনে নেয়া যাক বাইকটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে-
টিভিএস স্পোর্ট ইএস ও ইএলএস- এই বাইকে ব্যবহার করা হয়েছে ১০৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭,৩৫০ আরপিএম-এ ৮.১৮ হর্সপাওয়ার শক্তি এবং ৪,৫০০ আরপিএম-এ ৮.৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটিতে ৪-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।
বাইকটি প্রতি লিটারে সর্বোচ্চ ৭০-৮০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত।
টিভিএস স্পোর্ট এর নতুন ভার্সনে ফুয়েল ট্যাঙ্ক, সাইড প্যানেল এবং হেডলাইটে নতুন গ্রাফিক্স দেখা যেতে পারে। যদিও এতে কোনো যান্ত্রিক পরিবর্তন দেখা যাবে না, তবে কসমেটিক আপডেটগুলো বাইকটির আকর্ষণ যথেষ্ট বাড়াবে।
এদিকে সাসপেনশনের ক্ষেত্রে সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে পাঁচ-স্টেপ অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্ভার থাকবে। ব্রেকিংয়ের জন্য উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হতে পারে।
তবে ডিস্ক ব্রেকের কোনো সুবিধা থাকবে না। টিভিএস স্পোর্ট বাইকে অ্যালয় হুইল, টিউবলেস টায়ার, অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্পিডোমিটার, ফুয়েল গেজ, ইকোনোমিটার এবং ইলেকট্রিক স্টার্টার ব্যবহার করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দেশের বাজারে বাইকটির দাম প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা (এক্স-শোরুম)। তবে বাইকটি দেশের বাজারে কবে নাগাদ আসতে পারে তা এখনো জানা যায়নি।
এমবি/এনএইচ