বাইকের টায়ার প্রেসার ঠিক না থাকলে যে বিপদে পড়তে পারেন

মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে পারফরম্যান্স ও সুরক্ষার বিষয়টি অনেকটাই নির্ভর করে এর টায়ারের ওপর। কিন্তু আমাদের দেশে অনেক বাইকারই গুরুত্বপূর্ণযে বিষয়টি উপেক্ষা করেন সেটি হলো টায়ারের সঠিক প্রেশার বা বাতাসের চাপ। টায়ারে প্রয়োজনের চেয়ে বেশি বা কম বাতাস থাকলে তা শুধু জ্বালানি খরচ বাড়ায় না, বরং বাড়িয়ে দেয় দুর্ঘটনার ঝুঁকিও।
মোটরসাইকেলের টায়ারে সঠিক মাত্রার বাতাস থাকা শুধু মসৃণ চালনার জন্যই নয়, বরং নিরাপদ ভ্রমণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের দেশে মোটরসাইকেল দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে রয়েছে টায়ার প্রেসারের মাত্রা সঠিক না রাখা। অধিকাংশ চালকই টায়ারের প্রেশার নিয়মিত পরীক্ষা না করেই রাস্তায় বের হন, যা ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। সঠিক টায়ার প্রেশার না থাকলে টায়ারের গ্রিপ কমে যায়, ব্রেক কার্যকারিতা হ্রাস পায় এবং ফেটে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়। বিশেষ করে দীর্ঘ ভ্রমণ বা হাইওয়ে রাইডের সময় টায়ার অতিরিক্ত উত্তপ্ত হলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।
আরও পড়ুন
এছাড়াও টায়ার প্রেশারের ওপরে বাইকের মাইলেজেরও তারতম্য ঘটে। যেমন বাইকের টায়ার প্রেশার যদি কম থাকে সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত শক্তি উৎপাদনে ব্যর্থ হয়, ফলে মাইলেজ কমে যায়। তাই সঠিক মাইলেজ পেতে হলে আপনাকে অবশ্যই টায়ার প্রেশার মেইন্টেইন করতে হবে। তবে আমাদের বাংলাদেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী বিভিন্ন টায়ার কোম্পানি বিভিন্ন ধরনের টায়ার বাজারজাত করে থাকে এবং কোন রাস্তার জন্য কতটুকু টায়ার প্রেশার থাকা জরুরি তা টায়ারের বডিতে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে।
টায়ার প্রেশার কম থাকলে অনেক সময় দেখা যায় যে বাইকের সাথে স্টক রিম ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেক বেশি টায়ার প্রেশার থাকলে ছোট খাট ভাঙা রাস্তাতেও বাইক অনেক লাফালাফি শুরু করে। যা দুর্ঘটনার মুখে ফেলতে পারে। তাই বেটার সাসপেনশনের জন্য ও আরামদায়ক রাইডের জন্য সঠিক টায়ার প্রেশার থাকা অত্যন্ত জরুরি।
অতিরিক্ত প্রেশার থাকলে টায়ার দ্রুত ক্ষয়ে যায় এবং রাস্তায় চলার সময় স্থিরতা কমে যায়, ফলে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বাড়ে। আবার প্রয়োজনের চেয়ে কম প্রেশার থাকলে গাড়ি ভারী লাগে, জ্বালানি খরচ বাড়ে এবং টায়ারের একপাশ বেশি ক্ষয়ে যেতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি সপ্তাহে অন্তত একবার টায়ারের প্রেশার চেক করা উচিত এবং কোম্পানির নির্ধারিত পিএসআই অনুযায়ী তা ঠিক রাখা জরুরি।
এমবি
