যাদের উচ্চতা কম তাদের জন্য সেরা ৫ মোটরসাইকেল

যেসব মানুষের উচ্চতা কম তারা মোটরসাইকেল চালাতে হিমশিম খান। কেননা, দুই চাকার এই বাহন দুই পা দিয়েই ব্যালেন্স রাখতে হয়। সেক্ষেত্রে উচ্চতা একটা বড় বিষয়ও।
বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ মোটরসাইকেলের সিটের উচ্চতা অনেকটাই বেশি থাকে। যার ফলে তুলনামূলক কম উচ্চতার মানুষের জন্য মোটরসাইকেল চালানো অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বিশেষ করে ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা, রিভার্স দেওয়া বা ভারসাম্য ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়ে, যদি মোটরসাইকেলের সিট বেশি উঁচু হয়।
এমন পরিস্থিতিতে অনেকেই মোটরসাইকেল চালাতে আগ্রহ থাকা সত্ত্বেও দ্বিধায় পড়েন। তবে এখন বাজারে এমন অনেক মোটরসাইকেল পাওয়া যায় যেগুলো কম হাইটের চালকদের জন্য বেশ উপযোগী করে তৈরি করা হয়েছে। সিটের উচ্চতা কম, হালকা ওজন এবং সহজ হ্যান্ডলিং- এই সব সুবিধা নিয়ে কিছু মোটরসাইকেল এখন সহজেই পাওয়া যাচ্ছে, যা কম উচ্চতার চালকদের জন্য হতে পারে আদর্শ মোটরসাইকেল।
চলুন জেনে নেওয়া যাক কম উচ্চতার সেরা ৫ মোটরসাইকেল-
আরও পড়ুন
বাজাজ অ্যাভেঞ্জার ১৬০ স্ট্রিট
বাজাজ স্ট্রিট ১৬০ মোটরসাইকেল কম উচ্চতাবিশিষ্ট মানুষদের খুবই পছন্দের। এটি আসলে ক্রুজার মোটরসাইকেল। এর সিটের উচ্চতা ভূমি থেকে মাত্র ৭৩৭ মিলিমিটার। আর এই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা খুব মজাদার।
জাওয়া পেরাক
কম উচ্চতাবিশিষ্ট রাইডারদের জন্য পরের মোটরসাইকেলটি হল জাওয়া পেরাক। জনপ্রিয় এই মোটরসাইকেলের সিটের উচ্চতা মাত্র ৭৫০ মিলিমিটার।
রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০
এই তালিকায় তৃতীয় সেরা মোটরসাইকেলটি হল রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০ মডেল। এই মোটরসাইকেলের সিটের উচ্চতা ৭৬৫ মিলিমিটার। যাদের উচ্চতা কম, তাদের জন্য এই মোটরসাইকেল একটি সেরা পছন্দ হতে পারে।
হিরো স্প্লেন্ডর প্লাস
কমিউটার সেগমেন্টে বেশ সস্তার মোটরসাইকেল এটি। এর সিটের উচ্চতা ৭৮৫ মিলিমিটার। যাদের উচ্চতা কম, তাদের জন্য উপযুক্ত এই মোটরসাইকেলটি।
হোন্ডা শাইন
এই তালিকার শেষ এবং পঞ্চম মোটরসাইকেলটি হল হোন্ডার নতুন শাইন ১০০। যার সিটের উচ্চতা মাত্র ৭৮৬ মিলিমিটার। এই মোটরসাইকেলটির কার্ব ওয়েট হলো মাত্র ৯৯ কেজি। উচ্চতায় কম হওয়ার পাশাপাশি ওজনেও বেশ হালকা এই মোটরসাইকেলটি কম উচ্চতার অনেকের সেরা পছন্দ হতে পারে।
এমবি/ডিএ