পাওয়ারফুল ইঞ্জিন ও উন্নত ব্রেকিং সিস্টেম নিয়ে বাজারে Pulsar NS400Z

মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হিসেবে বাজাজ ইতোমধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। কোম্পানিটির তৈরি করা বাইকগুলো গ্রাহকদের একটি বড় অংশের মন জয় করে নিয়েছে। বিশেষ করে পালসার সিরিজের বাইকগুলোর বাজারে উচ্চচাহিদা রয়েছে।
এবার গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এলো এই কোম্পানিটি। বাজাজ-এর পক্ষ থেকে বাজারে NS400Z-এর ২০২৫ সালের আপডেটেড সংস্করণ লঞ্চ করা হয়েছে। বর্তমানে এটি একটি অন্যতম সেরা স্ট্রিটফাইটার মোটরসাইকেল হয়ে উঠেছে। তবে, নতুন সংস্করণে বাইকটির দাম বেড়েছে।
বাইকটিতে কী কী নতুন সুবিধা পাওয়া যাবে, দেখে নিন-
শক্তিশালী ইঞ্জিন ও উন্নত পারফরম্যান্স
বাইকটির এই আপগ্রেডেড সংস্করণে আরও শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পাওয়া যাচ্ছে। ২০২৫ পালসার NS400Z-এ একটি ৩৭৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি এখন থেকে ৪৩ হর্সপাওয়ার শক্তি এবং ৩৫ নিউটন-মিটার পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।
এটির আউটপুট আরও উন্নত করেছে বাজাজ। অপরদিকে এটির ৬ স্পিড গিয়ারবক্স অপরিবর্তিত রাখা হয়েছে। এখন থেকে এই বাইকটিতে বাই-ডিরেকশনাল কুইকশিফটারের সুবিধাও পাওয়া যাবে। আগে বাইকটির ইঞ্জিনটি ৪০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করত। এতে রোড, অফরোড এবং রেইন মোডের সুবিধাও মিলবে।
টায়ার ও সর্বোচ্চ গতিতে আপগ্রেড
বাজাজের পক্ষ থেকে বাইকটির পেছনের দিকের টায়ারটিও আপগ্রেড করা হয়েছে। পালসার NS400Z-এ একটি প্রশস্ত ১৫০ সেকশন অ্যাপোলো অ্যালফা H1 রাবার টায়ার দেওয়া হয়েছে। আগে পেছনের দিকে ১৪০ সেকশন MRF রেভজ-এর টায়ার থাকত। সামনের দিকেও অ্যাপোলো H1 টায়ারের সুবিধা প্রদান করা হয়েছে। আগে বাইকটিতে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতির সুবিধা পাওয়া যেত। এই আপডেটেড সংস্করণে বাইকটির সর্বোচ্চ গতি বৃদ্ধি পেয়ে ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে গিয়েছে।
উন্নত ব্রেকিং সিস্টেম ও বুকিং
বাইকটির ব্রেকিং সিস্টেমও আপডেট করেছে বাজাজ। NS400Z-এর ২০২৫ সালের মডেলটিতে সিস্টার্ড ব্রেকিং প্যাডের সুবিধা প্রদান করা হয়েছে। এটি বাইকটির ব্রেকিং পারফরম্যান্সকে আরও উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে। বাইকটি আপাতত ভারতের বাজারে ছাড়া হয়েছে।
এমজে