বৃষ্টিতে গাড়ি চালানো : নিরাপদ থাকতে যা জানা জরুরি

বৃষ্টির দিনে গাড়ি চালানো অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে। পিচ্ছিল রাস্তা, কম দৃশ্যমানতা এবং ভেজা টায়ার— সবকিছুই দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এই সময়ে নিরাপদ থাকতে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
বৃষ্টিতে গাড়ি চালানোর সময় নিরাপদ থাকতে যেসব পদ্ধতি অবলম্বন করতে পারেন—
কম গতিতে গাড়ি চালান : ভেজা রাস্তায় গাড়ির চাকা কম গ্রিপ পায়। তাই বৃষ্টির সময় গতি কমিয়ে দিন, বিশেষ করে বাঁক নেওয়ার সময়।
পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন : সামনের গাড়ির সঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্ব রাখুন। ভেজা রাস্তায় ব্রেকিং দূরত্ব প্রায় দ্বিগুণ হয়ে যায়।
ভালো টায়ার ব্যবহার করুন : টায়ারের গ্রিপ এবং ট্রেডের গভীরতা ঠিক আছে কি না, তা নিশ্চিত করুন। পুরোনো বা ক্ষয়প্রাপ্ত টায়ার বৃষ্টির দিনে খুবই বিপজ্জনক হতে পারে।
আরও পড়ুন
লাইট ব্যবহার করুন : দিনের বেলায় বৃষ্টি হলেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন। এতে আপনার গাড়ি অন্যদের চোখে পড়বে এবং আপনারও দৃশ্যমানতা বাড়বে।
উইন্ডশিল্ড ওয়াইপার চেক করুন : ওয়াইপার ব্লেডগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত করুন। প্রয়োজনে পুরোনো ব্লেড বদলে ফেলুন।
হাইড্রো প্ল্যানিং সম্পর্কে সচেতন থাকুন: বেশি গতিতে পানি জমে থাকা রাস্তার ওপর দিয়ে গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারাতে পারে, যাকে হাইড্রো প্ল্যানিং বলে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে এক্সেলারেটর থেকে পা সরিয়ে নিন এবং আলতো করে ব্রেক করুন।
এমজে