ছুটির দিনে বাইকের ছোট যত্ন দেবে সারা সপ্তাহের স্বস্তি

ঢাকা বা দেশের চাকরিজীবী বাইকাররা সারা সপ্তাহ অফিসে আসা–যাওয়ার ধকলের মাঝে প্রিয় বাইকটির যত্ন নেওয়ার সুযোগ কমই পান। শুক্রবার বা ছুটির দিনেই থাকে সামান্য ফাঁকফোকর। কিন্তু সেদিনও ঘোরাঘুরির প্ল্যান থাকায় বড় কোনো কাজ করা বেশ কঠিন। তবু অল্প কিছু সময় বের করে নেওয়া গেলে বাইকের কয়েকটি ছোট যত্নই সারা সপ্তাহ তার পারফরম্যান্স ধরে রাখতে পারে ফুরফুরে।
চলুন জেনে নেওয়া যাক ছুটির দিনে অল্প সময়েই কীভাবে বাইকের যত্ন নিতে পারেন—
বাইক ধোয়া : প্রথমেই বাইকটিকে ভালোভাবে ধুয়ে নিন। একটি নরম স্পঞ্জ বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে পুরো বাইক পরিষ্কার করুন। বাইকের চাকা, ইঞ্জিন এবং অন্যান্য অংশ থেকে ধুলো-ময়লা দূর করুন। এরপর বাইক শুকিয়ে নিন। মনে রাখবেন, বাইক ধোয়ার পর ভালোভাবে শুকানো জরুরি, নাহলে মরিচা পড়তে পারে।
চেইন ও স্প্রকেটের যত্ন : বাইকের চেইন ও স্প্রকেটকে বাইকের মেরুদণ্ড বলা চলে। চেইন ভালোভাবে পরিষ্কার করে লুব্রিকেট করুন। এতে বাইকের পারফরম্যান্স ভালো থাকবে এবং চেইন ক্ষয়ে যাওয়ার আশঙ্কা কমবে। এছাড়াও, চেইন অতিরিক্ত ঢিলে বা টাইট হয়ে গেছে কি না, তা পরীক্ষা করে দেখুন।
আরও পড়ুন
টায়ার পরীক্ষা : আপনার বাইকের টায়ারে সঠিক পরিমাণে বাতাস আছে কি না, তা পরীক্ষা করুন। টায়ারে পর্যাপ্ত বাতাস থাকলে মাইলেজ ভালো পাওয়া যায় এবং টায়ারও দীর্ঘস্থায়ী হয়। একই সঙ্গে, টায়ারের পৃষ্ঠে কোনো ফাটল বা অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে কি না, সেটাও দেখে নেওয়া উচিত।
লাইট ও ব্রেক পরীক্ষা : বাইকের হেডলাইট, টেইললাইট, ইন্ডিকেটর এবং ব্রেক লাইটগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করে নিন। এছাড়া, ব্রেক লিভার চাপ দিয়ে দেখুন এটি ঠিকভাবে কাজ করছে কি না। ব্রেক ঠিকমতো কাজ না করলে তা রাইডিংয়ের সময় বড় বিপদ ডেকে আনতে পারে।
ছোটখাটো ত্রুটি সারানো : অনেক সময় বাইকে ছোটখাটো কিছু ত্রুটি দেখা যায়। যেমন- কোনো নাট-বল্টু ঢিলে হয়ে যাওয়া। এমন কিছু দেখলে ছুটির দিনে নিজেই তা ঠিক করে নিতে পারেন। এতে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা থেকে বাঁচা যাবে।
এই ছোট ছোট কাজগুলো করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু আপনার বাইকটি থাকবে ফিট আর আপনি থাকবেন নিশ্চিন্ত।
ডিএ