হোন্ডা সিবি ৩৫০সি স্পেশাল এডিশন: কী আছে এতে?

হোন্ডা সিবি সিরিজের সাড়ে তিনশো সিসির দুটি মডেলের বাইক লঞ্চ করে বেশ জনপ্রিয়তা তৈরি করেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই)। তার মধ্যে রয়েছে হোন্ডা হাইনেস সিবি ৩৫০ ও হোন্ডা সিবি ৩৫০ আরএস; যা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
এরই মধ্যে এই সেগমেন্টে নতুন আকর্ষণ ‘হোন্ডা সিবি৩৫০সি স্পেশাল এডিশন’ আনতে যাচ্ছে হোন্ডা। সিবি সিরিজের নতুন এই সংস্করণটি খুব শীঘ্রই ভারতের বাজারে পাওয়া যাবে বলে খবর। হোন্ডার অফিসিয়াল সাইট থেকে জানা গেছে, ভারতে বাইকটির এক্স-শোরুম মূল্য ধরা হয়েছে ২ লাখ ১ হাজার ৯০০ রুপি। অক্টোবর থেকেই এর বুকিং শুরু হবে বলে জানা গেছে।
‘হোন্ডা সিবি৩৫০সি স্পেশাল এডিশন’ নিয়ে ইতোমধ্যে বাইকপ্রেমীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে চলুন দেখে নেওয়া যাক, কী কী থাকছে এই বাইকটিতে।
ডিজাইন ও নতুনত্ব
এই স্পেশাল এডিশন মডেলে কিছু কসমেটিক পরিবর্তন আনা হলেও ইঞ্জিন এবং পারফরম্যান্স আগের মতোই রাখা হয়েছে। নতুন ভার্সনে যেসব পরিবর্তন নজর কাড়বে, তা উল্লেখ করা হল।
নতুন লোগো ও ব্যাজ: ফুয়েল ট্যাঙ্কে নতুন ‘CB350C’ লোগো এবং বিশেষ ‘Special Edition’ ব্যাজ যুক্ত করা হয়েছে।
গ্রাফিক্স ও ফিনিশিং: ট্যাঙ্ক ও ফেন্ডারে স্ট্রাইপড গ্রাফিক্স যুক্ত হয়েছে, যা বাইকটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে।
ক্রোম টাচ: পিলিয়ন গ্র্যাব রেল ও এক্সহস্টে ক্রোম ব্যবহার করা হয়েছে।
চাকা ও রঙ: কালো রঙের নতুন অ্যালয় হুইল দেওয়া হয়েছে।
রঙের অপশন: ‘রেবেল রেড মেটালিক’ ও ‘ম্যাট ডুন ব্রাউন’— এই দুই রঙে পাওয়া যাবে বাইকটি। রঙের সঙ্গে মিলিয়ে সিটের রঙও কালো বা বাদামি রাখা হয়েছে।

আরও পড়ুন
ইঞ্জিন ও পারফরম্যান্স
হোন্ডা সিবি৩৫০সি স্পেশাল এডিশনে আগের মতোই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৩৪৮.৩৬ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ২১ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে ৫,৫০০ আরপিএম-এ। বাইকটি সর্বোচ্চ ২৯.৫ নিউটন মিটার টর্ক দেয় ৩,০০০ আরপিএম-এ। এছাড়াও বাইকটিতে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স ও অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সুবিধা।
ফিচার ও নিরাপত্তা
প্রযুক্তিগত ফিচারের দিক থেকেও বেশ কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বাইকটিতে। যেমন-
- এইচএসভিসিএস: হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম
- ডুয়াল-চ্যানেল এবিএস
- এইচএসটিসি: হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল
- সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল
জানা গেছে, হোন্ডা সিবি৩৫০সি স্পেশাল এডিশন প্রথমে পাওয়া যাবে হোন্ডা বিগ উইং ডিলারশিপগুলোতে। আগ্রহী ক্রেতারা অনলাইন বা শোরুম— দুইভাবেই বাইকটির বুকিং দিতে পারবেন। আর বাংলাদেশের বাজারে বাইকটি আসবে অদূর আগামীতেই; যার দাম পড়বে চার লাখের বেশি।
বলা বাহুল্য, নতুন এই সংস্করণে হোন্ডা তাদের ক্লাসিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সুন্দর সংমিশ্রণ করেছে। স্টাইল, পারফরম্যান্স ও ফিচার— সব মিলিয়ে ‘হোন্ডা সিবি৩৫০সি স্পেশাল এডিশন’ হতে পারে রেট্রো বাইকপ্রেমীদের জন্য আকর্ষণীয় একটি বিকল্প।
ডিএ