মেলায় বিমানের নেপাল-মালয়েশিয়া-থাইল্যান্ড ফ্লাইটে ২০% ছাড়
ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও আমিরাতের শারজাহ রুটে ২০ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমন ছাড় পেয়ে ভ্রমণে ইচ্ছুকরা পাসপোর্ট হাতে বিমানের কাউন্টারে ভিড় করছেন।
বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’ উপলক্ষে এ ছাড় ঘোষণা করে বিমান।
রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি জানায়, ঢাকা থেকে ভারতের কলকাতা, দিল্লী, নেপালের কাঠমান্ডু, মালয়েশিয়ার কুয়ালালামপুর, থাইল্যান্ডের ব্যাংকক ও আমিরাতের শারজাহ ফ্লাইটে ২০ শতাংশ ছাড় দিয়েছে বিমান।
পর্যটন মেলার বিমানের সেলস বিভাগের কর্মকর্তা মো. আকাশ ঢাকা পোস্টকে বলেন, মেলা উপলক্ষে এসব রুটের টিকিটে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এসব ছাড়া অন্য সব আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ দেওয়া হয়েছে। শুধু মেলার তিন দিন (২-৪ জুন) টিকিট কাটলেই এ ছাড় পাওয়া যাবে।
টিকিট মেলা থেকে অথবা বিমানের যেকোনো আউটলেট থেকে কাটা যাবে। পাশাপাশি বিমানের ওয়েবসাইটে ‘DTM-2022’ প্রোমো কোড ব্যবহার করে টিকিট কাটলেও ছাড় পাওয়া যাবে।
এর আগে, সকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী মেলার উদ্বোধন করেন। ২ জুন সকাল থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে ৪ জুন, চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। প্রবেশ কুপনের ওপরে সমাপনী দিনে একটি র্যাফেল ড্রয়ের আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, দিল্লি, কলকাতা, কক্সবাজার ও সিলেটের রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পন্সর অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।
এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা সংস্থাও রয়েছে।
এআর/আরএইচ