আকাশপথের যাত্রীদের বড় ছাড় দিয়েছে কাতার এয়ারওয়েজ
ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইটের ভাড়ার ওপর ২০ শতাংশ ছাড় দিয়েছে কাতার এয়ারওয়েজ। ছাড় পেতে আগামী ৩০ জুনের মধ্যে টিকিট কাটতে হবে। ইকোনমি ও বিজনেস যেকোনো ক্লাসের টিকিট কাটলেই এই ছাড় মিলবে।
কাতার এয়ারওয়েজ জানায়, ভ্রমণপিপাসুরা এই ছাড়ে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ৯৫ হাজার ১০০ টাকায়, ওয়াশিংটন ৯৮ হাজার ৩০০ টাকায়, হিউস্টন ৯৩ হাজার ৯০০ টাকায়, যুক্তরাজ্যের লন্ডন ৮০ হাজার ৯০০ টাকায়, সৌদি আরবের জেদ্দা ৮০ হাজার টাকায়, কাতারের দোহা ৯১ হাজার ৪০০ টাকায়, জার্মানির মিউনিখ ৯৭ হাজার টাকায়, প্যারিস ৭১ হাজার ২৫৬ টাকায় টিকিট কাটতে পারবেন।
এয়ারলাইন্সটি জানায়, যাত্রীরা ৩০ জুনের মধ্যে টিকিট কেটে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে ভ্রমণ করতে পারবেন।
এই টিকিট কেটে যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে ন্যূনতম ৩ দিন এবং সর্বোচ্চ ১২ মাস থাকতে পারবেন। ব্ল্যাকআউটের সময় (ঈদ, ইংরেজি নববর্ষসহ টানা ছুটিতে) এই টিকিটে ভ্রমণ করা যাবে না। এছাড়া একবার টিকিট কাটলে অন্যের নামে টিকিট ট্রান্সফারও করা যাবে না।
কাতার এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন ৩টি ফ্লাইট কাতারের দোহা হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি যাত্রীদের বহন করছে।
এআর/জেডএস