সেরা ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড পেলেন বেবিচক চেয়ারম্যান
সেরা ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড পেলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে সেরা ফ্রন্টলাইনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বেবিচক চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সোহেল কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, কোভিড ১৯ পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত সব ফ্রন্টলাইনারদের উদ্দেশে তিনি এ অ্যাওয়ার্ড উৎসর্গ করেছেন।
২০২০ সালের মার্চের শেষ সপ্তাহে করোনার প্রাদুর্ভাব এড়াতে দেশের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেসময় দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সীমিতভাবে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেন বেবিচক চেয়ারম্যান। এছাড়াও ফ্লাইটে ৭৫ ভাগ যাত্রী চলাচল, দেশে আসা ও বিদেশে যাওয়া প্রত্যেকের করোনা পরীক্ষার বাধ্যবাধকতা, যাত্রীদের প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে পাঠানো, দেশীয় এয়ারলাইনসমুখী নানা সিদ্ধান্তে প্রশংসিত হয়েছেন তিনি।
২০১৯ সালের জুনে বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। ১৯৬৪ সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে ঢাকায় বঙ্গবন্ধু ঘাঁটি এবং চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মফিদুর রহমান। তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে মেসিডোনিয়ায় মিলিটারি অবজার্ভার হিসেবে দায়িত্ব পালন করেন।
এআর/আরএইচ