নতুন কর্মসংস্থান তৈরিতে কাজ করছে এইচ বি এভিয়েশন
বাংলাদেশের প্রথম ও একমাত্র ISO 9001:2015 সার্টিফাইড এভিয়েশন বেইজড ট্রেনিং সেন্টার এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারে এয়ার টিকিটিং ও ট্রাভেল এজেন্সির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। গত তিন বছরে এ সেন্টার থেকে ৩৫০ জনের অধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। ট্রেনিং শেষে তাদের অনেকেই এভিয়েশন সেক্টরে চাকরি ও ব্যবসা করছে।
২০১৭ সালের শেষের দিকে সৌদি এয়ারলাইন্সের চাকরি ছেড়ে তরুণ প্রজন্মকে এভিয়েশন ক্যারিয়ারে উদ্বুদ্ধ করতে এই ট্রেনিং সেন্টার শুরু করেন তরুণ উদ্যক্তা যাকি এস বারী। তিনি নিজে যখন এই সেক্টরে আসতে চেয়েছিলেন, তখন বিভিন্ন সমস্যা ও সঠিক দিক নির্দেশনা পাননি। তরুণ প্রজন্মকে যেন তার মতো ভুক্তভোগী হতে না হয়, তাই তিনি এই ট্রেনিং সেন্টার চালু করেছেন বলে জানান।
তিনি আরো বলেন, অনেকেই জানে না এভিয়েশন সেক্টরে পাইলট-কেবিন ক্রু ছাড়াও আরো অনেক ধরনের ক্যারিয়ার গড়া যায়। মূলত তরুণ প্রজন্মকে এভিয়েশন সেক্টরের প্রতি উদ্ধুদ্ধ করতে এবং তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্যে মানসম্মত প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এইচ বি এভিয়েশন।
এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার গত এক বছর আগে বাংলাদেশে প্রথমবারের মত বাংলায় এয়ার টিকিটিং সফটওয়্যারের ওপর ই-লার্নিং কোর্স চালু করে। মূলত দুটি কারণে ই-লার্নিং পদ্ধতি চালু করা হয়। প্রথমত যারা দূর থেকে ট্রেনিং সেন্টারে এসে ক্লাস করতে পারছিলেন না। আর দ্বিতীয়ত, গোছানোভাবে ও বাংলা ভাষায় এ টিউটোরিয়ালগুলো যেন এক জায়গায় পাওয়া যায়।
প্রথমে পেন ড্রাইভ, গুগল ড্রাইভের মাধ্যমে ই-লার্নিং প্রশিক্ষণ দিলেও বর্তমানে তাদের ওয়েবসাইটের hbskillsbd.com মাধ্যমে সম্পূর্ণ বাংলায় এই টিউটোরিয়ালগুলো পৌঁছে দিচ্ছে। অনেক প্রবাসী বাঙালি ই-লার্নিং কোর্স করে বিদেশে বসেই ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করেছেন বা করতে যাচ্ছেন। তারা এসব টিউটোরিয়ালের মাধ্যেমে উপকৃত হয়েছে বলেও জানিয়েছেন।
ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যাকি এস বারী আরো বলেন, এইচ বি এভিয়েশন শুধু একটি ইন্সটিটিউট হতে চায় না। বরং দেশের জন্য, ভাষার জন্য, বেকারত্ব সমস্যা সমাধানে সামান্য হলেও অবদান রাখতে চায়।
এই ট্রেনিং সেন্টার রাজধানীর মিরপুর ১১ নং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত।
ওএফ