বাংলাদেশিদের সরাসরি মুম্বাই নিয়ে যাবে ভিস্তারা

বাংলাদেশি যাত্রীদের ঢাকা থেকে সরাসরি মুম্বাই নিয়ে যাবে ভারতীয় এয়ারলাইন্স ভিস্তারা। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট শুরু করবে সংস্থাটি।
রোববার (২৩ অক্টোবর) ভিস্তারা জানায়, প্রতি সপ্তাহে মঙ্গল ও বৃহস্পতিবার দুইটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। এ দুইদিন স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভিস্তারার ফ্লাইট ইউকে ১৮৩ মুম্বাই বিমানবন্দর ছাড়বে। ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
ফিরতি ফ্লাইট ইউকে ১৮৪ স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। মুম্বাই পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে।
উল্লেখ্য, সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড ও ভারতীয় টাটা কোম্পানির যৌথ এয়ারলাইন্স প্রতিষ্ঠান ভিস্তারা। বর্তমানে সংস্থাটি ঢাকা-দিল্লি রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি ট্রানজিট ফ্লাইটে বাংলাদেশিদের মুম্বাই পৌঁছে দিচ্ছে।
এআর/এমএইচএস