মাঝ আকাশে দুবার হার্ট অ্যাটাক, চিকিৎসকের চেষ্টায় বাঁচল প্রাণ
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ব্রিটেন থেকে ১০ ঘণ্টার বিমানযাত্রায় ভারত যাওয়ার সময় মাঝ আকাশে এক যাত্রীর হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে। একবার নয়, পরপর দুইবার হার্ট অ্যাটাক হয় ওই যাত্রীর।
আচমকা কেবিন ক্রু কোনো চিকিৎসকের খোঁজ করেন। তারা ঘোষণা করেন ফ্লাইটে একজন অসুস্থ হয়ে পড়েছেন। ফলে চিকিৎসকের প্রয়োজন। ততক্ষণে বিমানে চলতে গিয়ে ওই ব্যক্তি হার্ট অ্যাটাকের জেরে লুটিয়ে পড়েন মাটিতে।
এ সময় ফ্লাইটে থাকা বার্মিংহাম হাসপাতালের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিশ্বরাজ বিমলা এগিয়ে যান। তিনি জানতে পারেন, এর আগে ওই ব্যক্তির কখনো হার্ট অ্যাটাক হয়নি। তিনি দ্রুত চিকিৎসা শুরু করেন। এক ঘণ্টার চেষ্টায় ওই রোগীর পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসে। চিকিৎসক বিমলা এরপর বিমানের ক্রুদের থেকে চিকিৎসার সরঞ্জাম কিছু আছে কিনা খোঁজ নেন। দেখা যায়, তাদের কাছে লাইফ সাপোর্টের কিছু মেডিকেল সামগ্রী রয়েছে।
এরপর মুম্বাই বিমানবন্দরে ফ্লাইটটি ইমার্জেন্সি ল্যান্ডিং হয়। সেখান থেকে হার্ট রেট মনিটর করার যন্ত্র, ব্লাড প্রেশারের মেশিন, পালস অক্সিমিটার ও গ্লুকোজ মনিটর করার যন্ত্র আনা হয়। এরপর চিকিৎসক ওই রোগীকে সারিয়ে তুলতে সচেষ্ট হন। টানা ৫ ঘণ্টার চেষ্টায় শেষমেশ ওই রোগীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ৫ ঘণ্টা সময়ে ওই ব্যক্তির পালস রেট যেমন সঠিক ছিল না, তেমনই ব্লাড প্রেশারও ব্যাপকভাবে ওঠা নামা করে। তবে চিকিৎসক দক্ষ হাতে পরিস্থিতি সামলে নেন। বাঁচিয়ে তোলেন রোগীকে।
ওএফ