এবার এয়ার ইন্ডিয়ার প্লেনের খাবারে মিলল পাথরের টুকরো
প্রস্রাবকাণ্ডের ঘটনার রেশ না কাটতেই এবার এয়ার ইন্ডিয়ার প্লেনে যাত্রীদের জন্য দেওয়া খাবারে পাথরের টুকরো পাওয়ার অভিযোগ করা হয়েছে। এক নারী যাত্রী টুইটারে অভিযোগ করেছেন, তাকে যে খাবার পরিবেশন করা হয়েছিল তার মধ্যে পাথর ছিল। শুধু অভিযোগই নয়, তিনি এ সংক্রান্ত ছবিও দিয়েছেন টুইটারে।
ওই টুইটার ব্যবহারকারীর নাম সর্বপ্রিয়া সংগন। দুটি ছবি দিয়ে জানিয়েছেন খাবারের মধ্যে ছোট পাথরের টুকরোর উপস্থিতি। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫-তে এই খাবার দেওয়া হয়েছিল।
টুইটটি তিনি এয়ার ইন্ডিয়াকেও ট্যাগ করেছেন। তাতে তিনি লিখেছেন, এয়ার ইন্ডিয়ায় পাথর ছাড়া খাবার পরিবেশনের জন্য আপনাকে প্রচুর লোকজন বা টাকা খরচ করতে হবে এমনটা নয়। বিমানে এই খাবার আমাকে দেওয়া হয়েছিল। ক্রু মেম্বারকে বিষয়টি জানিয়েছিলাম। এই ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না।
এদিকে তিনি এই টুইট করতেই নেটপাড়ায় হইচই পড়ে গেছে। অনেকেই এর সমালোচনায় মুখর। টাটা গ্রুপ পরিচালিত এই উড়োজাহাজ সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। অনেকেই লিখছেন পরিষেবা নিয়ে যখন এত অভিযোগ উঠছে তখন এয়ার ইন্ডিয়ার সতর্ক হওয়া দরকার।
অন্যদিকে ওই যাত্রীর টুইটের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। উড়োজাহাজ সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, ম্যাডাম আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের ক্যাটারিং টিমের সঙ্গে কথা বলছি। আমাদের একটু সময় দিন। এটা আমাদের নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জেডএস