রানওয়েতে পড়েছিল মরা শিয়াল, ফ্লাইট বন্ধ ছিল ৩০ মিনিট
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৯ ফ্লাইটটি উড্ডয়নের অপেক্ষায় ছিল। তার পেছনে অপেক্ষায় ছিল আরও ৪ ফ্লাইট। উড্ডয়নের আগ মুহূর্তে ফ্লাইটগুলোকে আটকে দিল এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এটিসি থেকে পাইলটকে বলা হলো, ‘ডেড অ্যানিমেল ফাউন্ড অন দ্য রানওয়ে’।
পরে ফায়ার সার্ভিসসহ শাহজালাল কর্তৃপক্ষ গাড়ি গিয়ে রানওয়েতে গিয়ে দেখে পড়ে আছে একটি শিয়াল।
বৃহস্পতিবার রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরে দায়িত্বরত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, মুহূর্তে শিয়ালটি সরিয়ে ফেলা হলেও গোটা রানওয়েতে তল্লাশি চালানোয় প্রায় ৩০ মিনিট ফ্লাইট উঠানামা বন্ধ ছিল।
শিয়ালের মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে না জানা গেলেও মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, বিমান উঠানামার সময় কোনো একটির সঙ্গে ধাক্কা খেয়ে এটি মারা গেছে।
এআর/এমএ