পিক ফেলতে মাঝ আকাশে প্লেনের জানালা খোলার আবদার যাত্রীর
সহযাত্রীর গায়ে প্রস্রাব করা থেকে শুরু করে এয়ারহোস্টেসের সঙ্গে অশালীন আচরণ, সাম্প্রতিক সময়ে ভারতে প্লেনে চড়তে গিয়ে শিরোনামে উঠে এসেছে বেশ কিছু যাত্রীর কুকীর্তি।
এবার এক প্লেনযাত্রী এয়ারহোস্টেসের কাছে এমন আবদার করলেন যে, ওই ঘটনার ভিডিও দেখে রীতিমতো হেসে কুটিকুটি হচ্ছেন নেটিজেনরা। এরইমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর একটি প্লেনে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্লেনের ভেতরে নিজের আসনে বসেই হাতে গুল নিয়ে ঘষছেন এক যুবক। হঠাৎই সামনে থাকা এয়ারহোস্টেসকে ডাকেন তিনি। এর পরেই ওই যাত্রীর আবদার, একটু জানলাটা খুলে দিন না, পিক ফেলব!
যাত্রীর মুখে এমন আবদার শুনে সঙ্গে সঙ্গেই হাসিতে ফেটে পড়েন ওই এয়ারহোস্টেস। প্লেনে থাকা অবস্থায় যাত্রীরাও হাসতে শুরু করেন। যে যুবক এই আবদার করেছিলেন, তিনিও হাসতে থাকেন।
গোবিন্দ শর্মা নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিওটি আপলোড করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, 'যারা এসব (গুল) জিনিস ভালোবাসেন, এমন বন্ধুদের ট্যাগ করুন।'
সূত্র : নিউজ১৮বাংলা
জেডএস