শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত
রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন (আইকাও) বিধিমালা অনুযায়ী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এবং বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান উপস্থিত ছিলেন।
বিমানে বোমা পাওয়া গেলে পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে সে মহড়াতেই অংশ নেন বিভিন্ন বাহিনীর সদস্যরা।
বেবিচক চেয়ারম্যান এম. মফিদুর রহমান বলেন, মহড়ার মাধ্যমে বিমানবন্দরে কর্মরত বাহিনীগুলো আত্মবিশ্বাস পাবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনা করছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, কানাডায় করবে। দেশগুলো বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগে আমাদের সক্ষমতা যাচাই করে। এই মহড়ার মাধ্যমে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, এই মহড়ার মাধ্যমে বিমানবন্দরের মান ও উচ্চতা অনেকাংশে বৃদ্ধি পাবে।
এআর/এসআরএস