চট্টগ্রাম থেকে সরাসরি আগরতলা যাবে স্পাইস জেট
ভারতের ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু করা হবে। ওই রুটে বিমান চালাবে স্পাইসজেট।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী জানান, চট্টগ্রাম রুটের বিমান চালু হলেই আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পাবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান ভাড়া ৪ হাজার টাকা থেকে সাড়ে ৪ হাজার হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আগরতলা বিমানবন্দরে উন্নয়ন কাজ চালানো হয়েছে। সেখানে অত্যাধুনিক টার্মিনাল করা হয়েছে। পিক আওয়ারে সেখানে একসঙ্গে থাকতে পারবেন প্রায় ১২০০ যাত্রী।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী বলেন, আমরা এখান থেকে দ্রুত চট্টগ্রাম পর্যন্ত বিমান চলাচল শুরু করতে চাইছি। এই নিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছে ত্রিপুরার সরকার।
এনএফ