এক বছর পর যশোরে যাবে বিমান, সপ্তাহে ১০ বার সৈয়দপুর
করোনা মহামারির কারণে বন্ধ থাকার এক বছরেরও বেশি সময় পর ঢাকা থেকে যশোর রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (২২ মার্চ) রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস সংস্থাটি জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, করোনাকালীন ২০২০ সালের ১৫ মার্চ থেকে এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। বিমানের বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত হওয়ায় অবশেষে ২৮ তারিখ থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালিত হবে।
তিনি আরও বলেন, বিমান ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে দশটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আগে এ রুটে তিনটি ফ্লাইট চলতো।
বিমানের এসব রুটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টারে পাওয়া যাবে।
এআর/এসএম