বিমানের চট্টগ্রামের যাত্রীরা ঢাকা থেকে ফ্লাইট ধরতে পারবেন
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় আছড়ে পড়বে। এ কারণে ১৩ মে ভোর ৬টা থেকে ১৪ মে রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের এবং ১৩ মে সকাল ৭টা থেকে ১৪ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে বাংলাদেশ বিমানের কোনো যাত্রী যদি চায় নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকায় এসে ওই একই রুটের ফ্লাইটে যেতে পারবেন। এজন্য যাত্রীকে ফ্লাইট শুরুর ৫ ঘণ্টা আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে হবে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, দুই বিমানবন্দর বন্ধের কারণে যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করার জন্য নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। ১৩ ও ১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিদেশগামী যাত্রীদের চট্টগ্রাম ও কক্সবাজার বিমান অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
তিনি আরও জানান, ১৩ ও ১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিদেশগামী যাত্রীরা যদি ঢাকা থেকে তাদের নির্ধারিত ফ্লাইটে গমন করতে চান তাদের সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা সময়ের কমপক্ষে ৫ ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছে।
১৪ মে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোখা।
এআর/এনএফ