আবারও পাইলট হওয়ার স্বপ্নপূরণ করবে ইউএস-বাংলা
শিক্ষার্থীদের আবারও পাইলট হওয়ার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এসএসসি-এইচএসসি, এ এবং ও ওলেভেল উত্তীর্ণ তরুণ-তরুণীদের পাইলট হওয়ার প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ইউএস-বাংলার খরচে গতবছরের মতো এবারও তরুণ-তরুণীদের পাইলট হওয়ার সুযোগ থাকছে। যেসব মেধাবী বাংলাদেশি এসএসসি, এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় জিপিএ-৪.৫ (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞানে ‘এ’ গ্রেড) অথবা এ এবং ও লেভেলে ন্যূনতম দুই বিষয়ে (গণিত ও পদার্থবিজ্ঞান) গ্রেড-বি পেয়েছেন তারা আবেদনের যোগ্য হবেন।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের বাসিন্দা হতে পারবে না। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৬ বছর হতে হবে। উচ্চতা- মেয়েদের জন্য ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি এবং ছেলেদের জন্য ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীদের শারীরিকভাবে ফিট হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সকল টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এপিক ফ্লাইং একাডেমি অথবা যুক্তরাষ্ট্রের নির্ধারিত ফ্লাইং স্কুলে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। এক বছর মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটগণ ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ এ ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন।
ফ্লাইট ট্রেনিং খরচ হিসেবে আনুমানিক ৬৫ হাজার ইউএস ডলার ক্যাডেট পাইলটরা সরাসরি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এপিক ফ্লাইং একাডেমি অথবা ইউএস-বাংলার নির্ধারিত যুক্তরাষ্ট্রের ফ্লাইং স্কুলে প্রদান করবেন। সফলভাবে ফ্লাইট ট্রেনিং শেষে ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদানের জন্যে এটিআর এয়ারক্রাফটের টাইপ রেটিং খরচ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহন করবে, যা পরবর্তীতে মাসিক বেতন থেকে আনুপাতিকহারে কেটে নেওয়া হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের ফার্স্ট অফিসারের মাসিক বেতন শুরু ১ লাখ ৬০ হাজার ও কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
ক্যাডেট পাইলট প্রোগ্রাম অনলাইনে আবেদন করা যাবে studentpilot.usbair.com এ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৭ জুন ২০২৩। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এআর/এমএ