মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা
মাঝ আকাশে বিমানের এমার্জেন্সি এক্সিটের দরজা খোলার চেষ্টা করে আটক হয়েছেন এক যাত্রী।
গত ১৫ জুলাই রিস থেকে বেঙ্গালুরুগামী এয়ার ফ্রান্সের উড়োজাহাজে এ ঘটনা ঘটে। বেঙ্গালুরু বিমানবন্দরে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম ভেঙ্কট মোহিত আচারি।
অভিযুক্ত যাত্রী বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। ওই বিমানে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।
এনএফ