প্লেন ক্রয়-থার্ড টার্মিনাল অপারেশনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বেবিচকের প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় যুক্তরাজ্য বাংলাদেশ বিমানের বহরের জন্য এয়ারক্রাফট ক্রয় ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন্স ও ম্যানেজমেন্টের কাজে সহযোগিতার আশ্বাস দেয়।
এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, সাক্ষাৎকালে দুদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ করে নিরাপত্তা ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় দুদেশের মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধির বিষয়ে দুই দেশের বিমান সংস্থাকে অনুরোধ করার বিষয়ে আলোচনা করা হয়।
সাক্ষাতে করোনা পরবর্তী সময় বাংলাদেশের এভিয়েশন সেক্টর পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং এয়ারপোর্টের সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে হাইকমিশনার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।
বেবিচক জানায়, সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত এভিয়েশন কমিউনিকেশন পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়টি হাইকমিশনার তুলে ধরেন। বেবিচক চেয়ারম্যান হাইকমিশনারকে বর্তমান সরকার কর্তৃক এভিয়েশন সেক্টরের ক্রমবর্ধমান সম্প্রসারণ ও আধুনিকায়নের চিত্র তুলে ধরেন এবং যুক্তরাজ্য সরকারের সহযোগিতা; বিশেষ করে বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থাপনার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তাছাড়া দুই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির প্রস্তাবনাসহ একযোগে কার্যক্রম গ্রহণের আশা ব্যক্ত করেন।
বেবিচক আরও জানায়, দুইজনের সাক্ষাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের অপারেশনাল ও মেইন্টেন্যান্স কাজে সহযোগিতা করার বিষয়েও হাইকমিশনার আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে বাংলাদেশের এভিয়েশন সেক্টরে নতুন প্লেন ক্রয়সহ এভিয়েশন সেক্টরের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস দেন।
আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে এভিয়েশন ক্ষেত্রে যোগাযোগ আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এআর/জেডএস