ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট বাড়ালো ভিস্তারা
ঢাকা থেকে দিল্লি রুটে সরাসরি ফ্লাইট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান ভিস্তারা এয়ারলাইন্স। আগামী ২ সেপ্টেম্বর থেকে তারা সপ্তাহে দুদিন এই রুটে অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে।
সোমবার ভিস্তারা এয়ারলাইন্স জানিয়েছে, ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে ঢাকা রুটে এতদিন তারা সপ্তাহে সাত দিনে সাতটি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে মঙ্গলবার ও বৃহস্পতিবার অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে তারা। এই দুই দিন ভারতের স্থানীয় সময় ১টা ১০ মিনিটে ফ্লাইটটি দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে ফ্লাইট ঢাকায় অবতরণ করবে।
ঢাকা থেকে বিকেল পৌনে ৫টায় ফ্লাইট দিল্লির উদ্দেশে রওনা হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দিল্লি পৌঁছাবে।
এই রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ২১ হাজার ৫৭২ রুপি।
বর্তমানে ভিস্তারা ঢাকা থেকে কলকাতা ও মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এআর/এনএফ