বিমানে বড় ছাড়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটলে ২০ শতাংশ মূল্য ছাড় পাবেন যাত্রীরা। এই ছাড় শুধু আন্তর্জাতিক রুটের জন্য প্রযোজ্য হবে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীরা ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার থেকে ছাড়ে টিকিট কাটতে পারবেন। তারা জাপানের নারিতা রুটের টিকিটে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমানের কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, কাতার, শারজাহ, ব্যাংকক, দুবাইয়ের ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
ছাড় পেতে আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে ট্যুরিজম ফেয়ার থেকে টিকিট কিনতে হবে।
২১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ও বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট (বিটিডিএস)-২০২৩ অনুষ্ঠিত হবে। এবারের মেলা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিআইসিসিতে মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এআর/জেডএস