ভারতের বিমান জরুরি অবতরণ করল পাকিস্তানে

শনিবার দুবাই থেকে ভারতের অমৃতসরে উড়ে আসছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেই বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। দ্রুত তার চিকিৎসার প্রয়োজন হলে ফ্লাইটটি পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করানো হয়।
শনিবার সকালে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। অবিলম্বে তার চিকিৎসার প্রয়োজন ছিল। সেই কারণেই সেটিকে করাচিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় করাচিই নিকটতম বিমানবন্দর ছিল। পরে দুপুরে সেখান থেকে আবার অমৃতসরের উদ্দেশে রওনা দেয় বিমানটি।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএনআইকে বলেন, করাচি বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীর চিকিৎসা করেন। তিনি সুস্থ হওয়ার পরেই বিমানটিকে আবার রওনা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
এনএফ
