প্লেনে শৌচাগারের বর্জ্য কোথায় যায়?
প্লেনে করে দূরের কিংবা কাছের গন্তব্যে দ্রুত পৌঁছানো যায় খুব দ্রুত। এ কারণে বাহনটির জনপ্রিয়তাও ব্যাপক। বর্তমানে প্লেনে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।
প্লেনে যাত্রীদের জন্য রাখা অন্যতম প্রয়োজনীয় ব্যবস্থা শৌচাগার। কিন্তু প্রশ্ন হলো, যাত্রীরা মাঝ আকাশে বর্জ্য ত্যাগ করলে সেই বর্জ্য যায় কোথায়? অনেক সময়ই বলা হয়, প্লেনের বর্জ্য পৃথিবীতে নেমে আসে। এটা আসলে সত্য নয়। কোনোভাবেই চলন্ত প্লেন থেকে বর্জ্য মাটিতে পড়তে পারে না। সাধারণত প্লেনে প্রায় ২০০ গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক থাকে, যাতে বর্জ্য জমা হয়।
প্লেনে থাকে ‘ভ্যাকুয়াম টয়লেট’ যা পানি ও বর্জ্যকে পৃথক করে ফেলতে পারে। তারপর সেই নোংরা পানি ও বর্জ্য পৃথক পৃথক ট্যাংকে জমা হয়। এই বিশেষ ট্যাংক সাধারণত প্লেনের পেছনের দিকে থাকে। সেখানেই যাবতীয় বর্জ্য জমা হতে থাকে।
সেই প্লেনে কোনো বিমানবন্দরে অবতরণ করলেই বড় ট্রাক এসে মেশিনের সাহায্যে ওই ট্যাংক থেকে বর্জ্য নিষ্কাশন করে ফেলে। তার ফলে প্লেন আবার হালকা হয়ে উড়ে যেতে পারে।
যে বর্জ্য প্লেন থেকে বের করে নেওয়া হয় সেগুলো আবার অন্য একটি ট্যাংকে স্থানান্তর করা হয়। এটি বিমানবন্দরেই থাকে। সেখান থেকেই তা পয়ঃপ্রণালীর মাধ্যমে বেরিয়ে যায়।
এসএসএইচ