শনিবার সকাল থেকেই ৫ দেশে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের ৪ দেশ ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন : অনিশ্চয়তায় প্রবাসীরা, সংকটে এয়ারলাইন্সগুলো
বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ এপ্রিল সকাল ৬টা থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, ওমানের মাস্কাট, কাতারের দোহা ও সিঙ্গাপুর গন্তব্যে স্পেশাল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ১৭ এপ্রিলের টিকিট বুকিং করা যাত্রীদের করোনার নেগেটিভ সনদসহ যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন : নিষেধাজ্ঞার মধ্যে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলে মানতে হবে যেসব নিয়ম
তিনি আরও বলেন, রিয়াদগামী ১৭ এপ্রিলের স্পেশাল ফ্লাইট বিজি-৫০৩৯ ভোর ৪টায় ছাড়ার কথা ছিল। তবে ফ্লাইটটি সোয়া ২ ঘণ্টা দেরিতে ৬ টা ১৫ মিনিটে ছাড়বে।
বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল সভায় এ ৫ দেশে ১০০ এর বেশি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বেবিচক।
এআর/এসকেডি