ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল, নামল চট্টগ্রামের ৩ ফ্লাইট
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটের মোট ১০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ মে) মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে সোমবার দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট।
আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়।
আরও পড়ুন
ঢাকা থেকে চট্টগ্রামগামী নভোএয়ারের একটি ফ্লাইট দুই ঘণ্টা উড়ে অবতরণে ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে আসে।
চট্টগ্রামের বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় এয়ার অ্যারাবিয়ার শাহজাহ থেকে চট্টগ্রাম, সালাম এয়ারের মাস্কাট থেকে চট্টগ্রাম ও ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে চট্টগ্রাম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ঘূণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও যশোরে রোববার থেকে ফ্লাইট বন্ধ রাখা হয়। তবে অনেকটাই স্বাভাবিক ছিল হযরত শাহজালালে ফ্লঅইট ওঠানামা। আবহাওয়া অফিস থেকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে জারি করা হয় ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্কবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত। সোমবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সংকেত কমিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস।
এআর/এসএম