উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটি, ফিরে এল স্পাইসজেটের প্লেন
পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লিগামী একটি প্লেনে বিপত্তি দেখা দেয়। কালবিলম্ব না করে প্লেনটি দ্রুত ফিরিয়ে নিয়ে আসেন পাইলট। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে পুনরায় বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করানো হয় প্লেনটি। এ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসঙ্গে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। পরে অন্য প্লেনে করে যাত্রীদের দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্পাইসজেটের প্লেনটিতে ১৬০ জন আরোহী ছিলেন। ওই যাত্রীদের নিয়ে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় প্লেনটি। কিন্তু, উড্ডয়নের মাত্র ৫ মিনিটের মধ্যেই দেখা দেয় বিপত্তি। প্লেনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তখন ত্রুটি লক্ষ্য করায় তড়িঘড়ি পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্লেনটিকে অবতরণের অনুমতি দেওয়া হলে পুনরায় সেটি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে।
তবে যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলেই বিমানবন্দর সূত্রে জানা গেছে। পরে প্লেনের ত্রুটি খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রীদের অন্য প্লেনে করে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেজন্য যাত্রীদের বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। যাত্রীদের বক্তব্য, দেরি হলেও সমস্যা নেই। মাঝপথে বিপদ হলে কানো কিছুর করা থাকত না। এমনকি প্রাণহানিও ঘটতে পারতো। তাই জীবনের ঝুঁকি না নিয়ে বিমানটি অবতরণ করায় হাঁফ ছেড়ে বেঁচেছেন অনেক যাত্রী।
জেডএস