বন্যাকালীন চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো
বন্যাকবলিত এলাকা অর্থাৎ চট্টগ্রাম ও সিলেট রুটে যাত্রীদের সেবা দিতে ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাড়াচ্ছে বলে জানিয়েছন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
শুক্রবার (২৩ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আরও পড়ুন
মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বন্যাকবলিত এলাকায় এ মুহূর্তে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে আকাশপথ। অভ্যন্তরীণ রুটে বর্তমানে চারটি এয়ারলাইন্স সেবা দিয়ে যাচ্ছে। জাতির এই ক্রান্তিকালে ওই সব রুটে তাদের ফ্লাইট বাড়াতে বলেছি। একইসঙ্গে ফ্লাইট বাড়ালেও ভাড়া যেন না বাড়ে, সেটিও অনুরোধ করেছি। বিষয়টিতে তারা পজিটিভলি সাড়া দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি এয়ারলাইন্স তাদের টিকিটগুলো আগের দামে বিক্রি করছে।
তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় যারা আছেন, তাদের টিকিট রি-ইস্যু করতে যেন কোনো চার্জ না কাটা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এয়ারলাইন্সগুলোকে।
এমএইচএন/এসএসএইচ