রমজানে যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ আয়োজন

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রোজাদার যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এমিরেটস। ফ্লাইটে এবং বোর্ডিং গেটে যাত্রীদের জন্য বিশেষ ইফতার বক্স সরবরাহ করছে এয়ারলাইন্সটি। এছাড়া এমিরেটস লাউঞ্জগুলোতে থাকছে ঐতিহ্যবাহী রমজান ডিশ ও বিশেষ সুবিধা।
বৃহস্পতিবার ( ৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ জানিয়েছে, নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণকারী যাত্রীরা ইফতারের জন্য পুষ্টিকর ও সুষম খাবারের বক্স পাবেন। এটি ফ্লাইটে সাধারণত পরিবেশিত হট ডিশের অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। বোর্ডিং গেটেও রোজাদার যাত্রীদের জন্য ইফতার বক্স সরবরাহ করা হবে, যাতে থাকবে লাবান, খেজুর, কলা ও পানি।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরেটস লাউঞ্জগুলোতে নিয়মিত খাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী আরবি খেজুর ও কফি পরিবেশিত হবে। যাত্রীদের সুবিধার্থে লাউঞ্জে ওজু এবং নামাজ আদায়ের জন্য আলাদা স্থানও নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন
এমিরেটস জানায়, এয়ারলাইন্সটি ইনফ্লাইট বিনোদন তালিকায় রমজান উপলক্ষ্যে বিশেষ ধর্মীয় কন্টেন্ট ও জনপ্রিয় টিভি শো যুক্ত করা হয়েছে। এছাড়া, ফ্লাইটের অবস্থানের ভিত্তিতে সেহরি ও ইফতারের সঠিক সময় নির্ধারণের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা অনুযায়ী ক্যাপ্টেন সময় ঘোষণা করবেন।
ওমরা পালনকারী যাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে এমিরেটস। জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলোতে রমজানের বিশেষ ইফতার বক্স পরিবেশন করা হচ্ছে। এছাড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা সর্বোচ্চ পাঁচ লিটার জমজমের পানি চেক-ইন করার সুযোগ পাবেন।
রমজান মাসে রোজাদার যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে এমিরেটস কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
এআর/এআইএস