বেবিচক সর্বদা তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সবসময় তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেবিচক কার্যালয়ে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ একটি যুগান্তরকারী আইন— যা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক।
তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। সবার আগে দেশ। এই মনোভাবেই আমাদের কাজ করতে হবে।
আরও পড়ুন
মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, অচিরেই চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহন শুরু হবে। এর আগে আমরা সিলেট থেকে শুরু করেছি। এছাড়া জুন মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে।
আলোচনায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, তথ্যপ্রাপ্তির পদ্ধতি এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
এ ধরনের কর্মশালা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
এআর/এমএ