দক্ষ, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ পাইলট ছিলেন ক্যাপ্টেন সাইফুজ্জামান

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান গতকাল রোববার কানাডার স্থানীয় সময় বিকেল ৩টায় আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় শোক জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৯ জুন) এ বিষয়ে গণমাধ্যমে একটি শোক বার্তা পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এতে বলা হয়, ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করছে। তার পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের জন্য ছিল গর্বের বিষয়। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
এতে আরও বলা হয়, তার পরিবারের অভিপ্রায় অনুযায়ী মরদেহ বাংলাদেশে আনয়নের জন্য বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে। বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
এর আগে কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যু হয়।
স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।
এআর/এসআইআর