যান্ত্রিক ত্রুটি : ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে।
আরও পড়ুন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঢাকা পোস্টকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে চলাচল করে।
এমআর/জেডএস