মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় বিমানের পাইলট, ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ

‘ভুল করে’ মায়ের পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ফ্লাইটে চলে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। জেদ্দা ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে কিছুক্ষণ আটকে রাখে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পাইলট তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাই করেন। জেদ্দায় ইমিগ্রেশনের সময় দেখেন তার কাছে থাকা পাসপোর্টটি তার মায়ের। সেসময় বিমানের জেদ্দার স্টেশন ম্যানেজারের জিম্মায় তাকে জেদ্দায় প্রবেশ করিয়ে হোটেলে নেওয়া হয়।
বোসরা ইসলাম জানান, পাইলট ভুলবশত মায়ের পাসপোর্ট নিয়েছেন বলে জানিয়েছেন। বুধবারের ফ্লাইটে পাইলটের পাসপোর্ট জেদ্দা পাঠানো হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।
এরআগেও বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট না থাকায় কাতারের দোহায় বিমানবন্দরে আটক হন। পরে তাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানো হয়।
এআর/এসএম