এক মাস পিছিয়েছে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত

ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিমান সূত্রে জানা গেছে, এর আগে ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে টিকিটধারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে পরিচালনা পর্ষদ ওই সিদ্ধান্তের সময়সীমা এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
ফ্লাইট স্থগিতের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রার সুযোগ, ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকিট রিফান্ডের সুবিধা দেওয়া হবে। এসব ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ঢাকা/সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানানো হবে বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এমএইচএন/এমএন