৭৫১ টাকায় প্লেনের টিকিট দিল ‘গো এয়ার’
ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে দুর্দান্ত অফার দিয়েছে গো এয়ার। মাত্র ৭৫১ টাকায় প্লেনের টিকিট কাটতে পেরেছেন যাত্রীরা।
১৫ আগস্ট চালু হওয়া অফারটি ১৭ আগস্ট পর্যন্ত চলেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার (১৭ আগস্ট) গো এয়ারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ বুকিংয়ের জন্য এই অফার প্রযোজ্য নয়। অন্য কোনো অফারের সঙ্গে জুড়ে দিয়েও এই অফার ব্যবহার করা যায়নি না। এই অফার শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রযোজ্য।
গো এয়ারের টুইটে লেখা হয়েছে, ‘গো এয়ারে সেল-বারাত স্বাধীনতা! গো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স সেল শুরু হচ্ছে মাত্র ৭৫১* টাকায় (ভারতীয়)। তো কিসের জন্যে অপেক্ষা করছেন? এখনই টিকিট বুক শুরু করুন।’
এইচকে