কক্সবাজারে প্রতিদিন ৬টি ফ্লাইট চালাবে নভোএয়ার
আগামী ২০ আগস্ট থেকে ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ছয়টি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। একইসঙ্গে কক্সবাজারে ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে সংস্থাটি।
নভোএয়ারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, আগামী ২০ আগস্ট থেকে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায়, সকাল সাড়ে ৯টায়, দুপুর ১২ টায়, দুপুর দেড়টায়, বিকেল ৩টায় এবং বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। একইভাবে কক্সবাজার থেকে সকাল ১০টা ৫ মিনিটে, সকাল ১১টা ৫ মিনিটে, দুপুর ১টা ৩৫ মিনিটে, বিকাল ৩টা ০৫ মিনিটে, বিকাল ৪টা ৩৫ মিনিটে এবং বিকাল ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১,৯০০ টাকার মাসিক কিস্তিতে (মোট ৬ মাসের কিস্তি) ভ্রমণ পিপাসুদের সাশ্রয়ী মূল্যে আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার। দুই রাত তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।
কক্সবাজারের শীর্ষ ৮টি হোটেলে দেশের ২০টি বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, যশোর রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৬টি, সিলেট রুটে ২টি, বরিশালে ২টি এবং রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।
এআর/এমএইচএস