শেয়ারট্রিপে প্লেনের টিকিটে ১৯৭১ টাকা ছাড়
বিজয় দিবস উপলক্ষে যেকোনো রুটের প্লেনের টিকিটে ১৯৭১ টাকা ছাড় দেবে অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত তাদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট কাটলে এই ছাড় পাওয়া যাবে।
শেয়ার ট্রিপ জানায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) মাস্টার-ভিসা ডেবিট/ক্রেডিট কার্ড হোল্ডাররা এই ছাড় পাবেন। এজন্য টিকিট কাটার সময় কুপন কোডের ঘরে 'EBL1971' লিখতে হবে।
তারা জানায়, অফারটি নিতে হলে কমপক্ষে ১০ হাজার টাকার টিকিট কিনতে হবে। ১৬ ডিসেম্বরের মধ্যে টিকিট কেটে ঘুরা যাবে ২০২১ এবং ২০২২ সালের যেকোনো সময়।
২০১৯ সালের আগস্টে যাত্রা শুরু করে শেয়ারট্রিপ। বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, আনুমানিক খরচের তালিকা তৈরি, যাতায়াতের জন্য উপযুক্ত পরিবহনের ব্যবস্থা করাসহ সবকিছু করে দিচ্ছে তারা।
এআর/জেডএস